রাজশাহীতে বাস চাপায় ৩ জন নিহত ও আহত ৫ জন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রাজশাহীতে বাস চাপায় ৩ জন নিহত হয়েছে ও আরো ৫ জন আহত হয়েছে। আজ দুপুর ১২টার সময় রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় একটি নিয়ন্ত্রনহীন বাস একটি বাইককে চাপা দিলে ঘটনাস্থলেই বাইক আরোহীদ্বয় নিহত হন। বাইককে চাপা দিয়ে বাসটি রাস্তার পাশের একটি ঘরে ঢুকে গেলে আরো ৫ জন আহত হয়। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আনিকা নামের সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে মৃত ঘোষনা করা হয়।

বাসটি রাজশাহী থেকে নওগা যাচ্চিল। ত্রুটি থাকায় বাসটি্র ড্রাইভার এক পর্যায়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে ও প্রথমে বাইকটিকে চাপা দেয় ও পরক্ষনেই একটি ঘরে ঢুকে যায়। নিহতরা হলেন-মোটরসাইকেল আরোহী শাহমখদুম থানার ইসলামের ছেলে ইসমাইল হোসেন পিঙ্কু (২৪) ও মোহাম্মদ আলীর ছেলে সবুজ ইসলাম (৩২) এবং নওদাপাড়ার ভাড়ালিপাড়া এলাকার রুস্তমের মেয়ে শাহমখদুম স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী আনিকা (১৩)। প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা রাজশাহী-নওগা রোড অবরোধ করে ও এই সময় একটি বাস ও একটি ট্রাক ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ এসে বিক্ষুদ্ধ জনতাকে সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *