ইটালীতে ব্রিজ ভেঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৩৯
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইটালীতে ব্রিজ ভেঙ্গে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৯ জনে। এদের মধ্য অন্তত ৩ জন শিশুও রয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ইটালীর জেনুয়া প্রদেশের মুরান্ডি ব্রিজটি সহসা ভেঙ্গে পড়ে। এই সময় ব্রিজটিতে ৩৫টি কার ও ৩টি ট্রাক চলাচল করছিল।
ব্রিজের ৫০ মিটার দৈর্ঘের একটি কংক্রিটের স্লাবটি ভেঙ্গে পড়লে সাথে সাথে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আজ অবধি ৩৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এখনো অনেকে নিখোজ আছেন। উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এখনো। আজও বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ব্রিজটি ইটালীর পোর্ট সিটিতে যাওয়ার একটি প্রধান পথ। ইটলীর ইন্টারিয়র মিনিস্টার মেথিও সালবেনি জানিয়েছেন, নিহতদের মধ্য ৩ জন শিশুও আছেন।
ব্রিজের এই অংশে বসবাস করা ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।