বিশ্বের ১৪০টি বসবাসযোগ্য শহরের মধ্য ঢাকার অবস্থান ১৩৯তম
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গ্লোবাল লিভ এবিলিটি সূচকে ঢাকার অবস্থান ১৪০টি শহরের মধ্য ১৩৯তম। গত বছর ঢাকার অবস্থান ছিল ১৩৭তম। এ বছর ঢাকার অবস্থা আরো খারাপ। তাই সূচকে ঢাকার অবস্থান দুই ধাপ নেমে ১৩৯তম হয়েছে। এই সূচকে ঢাকার পিছনে থাকা একমাত্র শহর সিরিয়ার দামেস্ক। দামেস্কের অবস্থান ১৪০টি দেশের মধ্য ১৪০তম। বিশ্বের ১৪০ দেশের মধ্য এই জরিপটি চালিয়েছে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট(ইইইউ)।
স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোসহ ৩০টি বিষয় বিবেচনায় নিয়ে ১০০ নম্বরের ভিত্তিতে প্রতিটি শহরের বাসযোগ্যতা নিরূপণের চেষ্টা করা হয় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এই বার্ষিক সমীক্ষায়। এবার ঢাকা ১০০ নম্বরের মধ্য ৩৮ নম্বর পেয়েছে। গত বছর ঢাকার স্কোর ছিল ৩৮.৭। সূচকে ৯৯.১ স্কোর নিয়ে অস্ট্রিয়ার অবস্থান ১ নম্বরে। এর পরেই রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও জাপানের ওসাকা যথাক্রমে ২য় ও তৃতীয় অবস্থানে।