আফগানিস্তানে রক্তক্ষয়ী যুদ্ধে একটি সেনা ঘাটি দখলে নিয়েছে তালেবানরা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আফগানিস্তানে একটি সেনাঘাটি দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে বহু সংখ্যক সেনা ও তালিবান যোদ্ধা। বহু সংখ্যক সেনাকে ঘাটিতে আটক করা হয়েছে। এই যুদ্ধে ৩০ জন তালেবান যোদ্ধা ও ১০ জন সেনা সদস্য নিহত হয়।

আফগানিস্তানের উত্তরাঞ্চলের এই সেনা ঘাটি দখলে নিয়ে ৪০ জন সৈন্যকে আটক করেছে তালেবানরা। ট্যাংক ও অস্ত্রাগারেরও দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। গুরুত্বপূর্ণ শহর গজনী দখল করার জন্য গত ৩/৪ দিন যাবৎ সরকারী বাহিনীর বিরুদ্ধে তালেবান যুদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কৌশলগত দিক থেকে উভয় পক্ষের জন্য গজনী অত্যান্ত গুরুত্বপূর্ণ। কারন আফগানিস্তানের দক্ষিন অঞ্চল থেকে রাজধানী কাবুলে যাবার হাইওয়ে এই গজনী দিয়েই চলে গেছে। তালিবানরা এই গজনী নিয়ন্ত্রনে নিতে পারলেই দক্ষিন অঞ্চলের সাথে কাবুলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published.