সিলেটে লাশ দিয়ে আরিফুলের বিজয় উৎযাপন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ছাত্রদলের দুই গ্রুপের কোন্দলে সিলেটে এক ছাত্রদল নেতা নিহত। নিহত ছাত্রদল নেতার নাম ফয়জুর রহমান রাজু (২৮)। তিনি সিলেট মহানগর ছাত্রদলের গত কমিটির সহ-প্রচার সম্পাদক ছিলেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে ফিরার পথে ছাত্রদলের অন্য একটি গ্রুপের আক্রমনে তিনি নিহত হন। এ ছাড়া আহত হন জাকির হোসেন উজ্জ্বল ও সালাহ লিটন নামে আরো দুই জন। নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনেই এই হামলার ঘটনাটি ঘটে।
শনিবার রাত সাড়ে নয়টায় আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে ফিরার পথে সিলেট মহানগর ছাত্রদলের অন্য একটি গ্রুপ রাজুকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। এই সময় গোলাগুলির ঘটনাও ঘটে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রাজুকে মৃত ঘোষনা করে। আর এই সময় মহানগর বিএনপি নেতারা ঘটনাস্থলের অদুরে আরিফুল হক চৌধুরীর বাসায়ই ছিলেন। ঘটনার পর শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সিলেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।