লে. ক.(অবঃ) হাসিনুরকে নিজ বাসার সামনে থেকে উঠিয়ে নেওয়ার অভিযোগ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সেনাবাহিনীর সাবেক অবঃপ্রাপ্ত কর্মকর্তা লে. ক. হাসি্নুর রহমানকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশা তার পল্লবীর বাসার সামনে থেকে ধরে জোরপূর্বক একটি মাইক্রোতে করে উঠিয়ে নিয়ে যায় বলে তার স্ত্রী পল্লবী থানাকে অভিহিত করেছেন। এই সময় সাদা পোষাকের লোকদের সাথে তার ধস্তাধস্তি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও এই সময় তার লাইসেন্স করা পিস্তলটিও উদ্ধার করেছে।
তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। হাসিনুর রহমান ২০১০ সালে চট্টগ্রামে র্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার জের ধরে তাকে ওই সময় আটক করা হয়। পরে সেনাবাহিনীতে ফেরত দেয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। র্যাবও হাসিনুরের জঙ্গি সংশ্লিষ্ঠতার প্রমান পেয়েছিল। ২০০৯ সালের অক্টোবরে হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষনার পর দলটির উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষক গোলাম হোসেনসহ কয়েকজনকে গ্রেপ্তার করলে তার জঙ্গি সংশ্লিষ্ঠতা বেড়িয়ে আসে। সে সময় তার সালিকা বুয়েটের ছাত্রী ছিল ও হিজবুত তাহরিরের নারী ইউনিটের নেত্রী ছিল।