মার্সা বার্নিকাটের ওপর হামলা এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের ওপর হামলার তদন্ত যাবে সিআইডির হাতে। হামলা বিষয়ে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার শনিবার রাতে মোহাম্মদপুর থানায় সাধারন ডাইরী করেন। মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, ঘটনার তদন্তে সিআইডিতে মামলাটি হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হবে ২/১ দিনের মধ্য। পাশাপাশি মহানগর পুলিশও ঘটনার ছায়া তদন্ত করবে। সরকার বলেন, আমরা তদন্ত করে কিছু তথ্য পেয়েছি যা তদন্তের সার্থে বলা সম্ভব না।
শনিবার দিন রাতে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশ ভোজে উপস্থিত ছিলেন, ডঃ কামাল হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন, ডঃ দেবপ্রিয় ভট্রাচার্য, সাবেক বিচারপতি আব্দুর রউফসহ আরো বেশ কয়েকজন। উপরোক্ত ব্যাক্তি বর্গ সকলেই আওয়ামীলীগ সরকারের গোর বিরোধী। কিন্তু জিডিতে শুধু বার্নিকাটের কথা উল্লেখ করেন জনাব মজুমদার। এর মধ্য রহস্য রয়েছে বলে বিশ্লেষকরা ধারনা করছেন। তদন্তে এই বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শুধু সরকার বিরোধী সুশিলরাই নৈশ ভোজে উপস্থিত থাকবেন কেনো তা নিয়ে চুলছেড়া বিশ্লেষন চলছে সর্ব মহলে।
বার্নিকাট কোথাও গেলে পুলিশকে জানাতে হয় ও পুলিশ প্রটেক্টশন নিতে হয়। কিন্ত সেদিন কেনো তিনি পুলিশ প্রটেক্টশন ছাড়া নৈশ ভোজে গেলেন তা নিয়ে জন মনে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন স্কুল ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে এই কুচক্রী মহল নিশ্চয়ই কোন ষড়যন্ত্র করছে। একদিকে গোপন বৈঠক ও আরেকদিকে নৈশভোজ শেষে গভীর রাতে মার্কিনদূতের গাড়ী বহরে হামলার ঘটনা দেশকে অস্থির করার অপকৌশল বলে অনেকে মনে করছেন। আর এই নাটক মঞ্চথ্য করছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যে ভাষায় কথা বলেন ঠিক একই ভাষায় কথা বলেন বদিউল আলম মজুমদার। ষড়যন্ত্রকারীরা এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্ঠায় আছেন।