বদিউল আলম মজুমদারের নেতৃত্বে মার্কিন দালালেরা আবার মাঠে নেমেছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের নেতৃত্বে আমেরিকার দালারেরা আবার মাঠে নেমেছে গুলা পানিতে মাছ শিকার করার জন্য। মার্কিন প্রশাসনের নির্দেশে এরা আবার নিলজ্জভাবে মাঠে নেমেছে এই দেশের অগ্রযাত্রাকে ব্যহত করার জন্য। মার্কিন প্রশাসনের ক্ষোভ রয়েছে শেখ হাসিনার সরকারের ওপর। কারন হাসিনা জাতির জনকের কন্যা, সে আমেরিকাকে তোয়াক্কা করে না।

মরজিনা, বিউটি আর মাছ কাটার ও তাদের দালালদের হাসিনা পাত্তা দেয় না। এদেশ এখন আর বিদেশীদের কথায় চলে না। এই দেশ চলে বাঘের বাচ্চা হাসিনার কথায়। আর হাসিনা চলে এই দেশের ১৬ কোটি মানুষের কথায়। আমেরিকার এদেশীয় দালালরা তো হাসিনার ধারে কাছেও আসতে পারে না। তাই তারা রাতের আধারে সুজন সম্পাদক বদিউল আলমের বাসায় গভীর রাতে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত নিলজ্জভাবে। পাপ কখনো চাপা থাকে না। গত শনিবার গভীর রাতে বদিউল আলম মজুমদারের বাসায় এই হায়েনারা দেশকে পাকিস্তান বানানোর জন্য গোপন বৈঠক করেছিল নৈশভোজের নামে। নৈশভোজে এই দলের অন্যান্য ভিলেনদের মধ্য ছিলেন-ডঃ কামাল হোসেন, ডঃ দেব প্রিয় বট্রাচার্য, ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন, সাবেক বিচারপতি আব্দুর রউফসহ আরো অনেক আমেরিকার দালাল। অচিরেই জাতি এই দালালদের উপযুক্ত শিক্ষা দিবে বলে ৩০ লক্ষ শহীদের বিনয়ে স্বাধীন দেশের মানুষেরা মনে করে।

Leave a Reply

Your email address will not be published.