কি কারনে গোপন বৈঠকে মার্সা বার্নিকাট

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মার্কিন রাষ্ট্র দূত বাংলাদেশের যে কোন স্থানে গেলে পুলিশকে জানাতে হয় ও পুলিশের প্রটেক্টশন নিতে হয়। শনিবার রাতে তিনি পুলিশ প্রটেক্টশন না নিয়ে গোপনে বদিউল আলম মজুমদারের বাসায় গেলেন। সেখানে আগে থেকেই ডঃ কামাল হোসেন ও তত্ত্বাবধাক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিনসহ আরো অনেকে ছিলেন। আমরা জানি ইনারা সকলেই আমেরিকার দালাল।

পরে রাত ১২টার সময় ফিরার পথে রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়ীতে একদল যুবক হামলা চালিয়েছে বলে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন। বদিউল আলম মজুমদার তার মোহাম্মদপুরের বাসায় ভাংচুর হয়েছে বলেও জানান। ইনারা কেনো গোপনে মিলিত হলেন? এ নিয়ে জনমনে নানা গুঞ্জন চলছে।

Leave a Reply

Your email address will not be published.