সকাল থেকে দুরপাল্লার বাসসহ সকল ধরনের যান চলাচল শুরু
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সকাল থেকে সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে। দুই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষিপ্ত আন্দোলনে ৩ শতাধিক গাড়ী ভাংচুর করা হয়। জ্বালিয়ে দেওয়া হয় ২০/২৫ টি বিভিন্ন ধরনের যানবাহন। নিরাপদ সড়কের দাবিসহ অন্যান্য দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে ছাত্ররা। তবে ঢাকায় এর মাত্রা ছিল অনেক বেশী। ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে ছাত্ররা। ফলে চালক ও বাসের নিরাপত্তার কারনে বাস চলাচল সাময়িক বন্ধ রাখে মালিক ও শ্রমিকরা।
ছাত্রদের সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়া হলেও বিভিন্ন মহলের কারনে এই ধর্মঘট অব্যহত ছিল। শনিবার থেকে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর একশনে যায়। ছাত্রদল, ছাত্র শিবির ও অন্যান্য সরকার বিরোধী সংগঠন সাধারন ছাত্রদের সাথে মিশে নাশকতা শরু করে। বিভিন্ন মহল থেকে উস্কানী দেওয়া হয় ছাত্রদেরকে। সাধারন ছাত্ররা রবিবার থেকে আর আন্দোলন না করায় আজ থেকে আবার সারা দেশে যান চলাচল শুরু হয়েছে।