শিক্ষার্থীদের ঘরে ফিরতে বললেন নিহত দিয়া ও করিমের বাবা মা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর বিমান বন্দর সড়কে বাস চাপায় নিহত দিয়া খানম মিম ও আব্দুল করিমের বাবা শিক্ষার্থীর ঘরে ফিরে যেতে বললেন। প্রধানমন্ত্রী শেখা হাসিনা আজ দুপুরে গাড়ি পাঠিয়ে দিয়া ও করিমের বাবা মাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় প্রধানমন্ত্রী দুই শিক্ষার্থীর মৃত্যুতে সমবেদনা জানান। প্রধানমন্ত্রী উভয় পরিবারকে ২০ লক্ষ করে ৪০ লক্ষ টাকার সমমূল্যের বন্ড অনুদান হিসাবে প্রদান করেন।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর উভয়ের অভিবাবকরা বলেন, প্রধানমন্ত্রী এই হত্যাকান্ডের সুস্থ্য বিচারের আশ্বাস দিয়েছেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আমার বাসায় গিয়ে সুস্থ্য বিচারের আশ্বাস দিয়েছেন বলে দিয়ার বাবা জানান। তারা বলেন, এই হত্যাকান্ডের উপযুক্ত বিচার হবে বলে আমরা মনে করি। তারা আন্দোলনরত ছাত্রছাত্রীদের ঘরে ফিরে যেতে বলেন। আর অভিবাবকদের অনুরোধ করেন তাদের সন্তানদের ঘরে ফিরিয়ে নিতে।