দিয়া খানম মিমের বাসায় নৌমন্ত্রী শাহাজাহান খান
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিমান বন্দর সড়কে বাস চাপায় নিহত দিয়া খানম মিমের বাসায় গিয়ে নৌমন্ত্রী শাহজাহান খান সমবেদনা জানিয়েছেন। নৌমন্ত্রী বুধবার বিকাল ৬টায় মিমের বাসায় যান। তিনি দীর্ঘ সময় মিমের পরিবারের সাথে কথা বলেন ও তার হাসির বিষয়ে কথা বলেন। শাজাহান খান মিমের বাবা জাহাঙ্গীরকে জানান হাসির সময় তিনি অন্য একটি বিষয়ে কথা বলছিলেন ও তার পরিপেক্ষিতে তিনি হাসছিলেন। তখনো তিনি জানতেন না আসলে কি হয়েছে।
দুর্ঘটনার ব্যপারে কথা হচ্ছে তিনি তা জানতেন না। তিনি বলেন আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। আমাকে আপনারা ক্ষমা করে দেন। দিয়ার বাবা জাহাঙ্গীর আলম শাহজাহান খানের ওই হাসিতে দুঃখ পেয়েছিলেন। দিয়ার বাবা জাহাঙ্গীরও একজন বাস চালক। তিনি ২৭ বছর যাবৎ বাস চালান।