বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গতকাল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রী কমটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটের কমিটি ঘোষনা করা হয়েছে। শেখ হাসিনার অনুমোদনক্রমে এই কমিটিগুলো ঘোষনা করেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
নব ঘোষিত কেন্দ্রীয় কমটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আগামী দুই বছর এই কমিটির মেয়াদ থাকবে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসাবে সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক হিসাবে সাদ্দাম হোসাইনকে নির্বাচিত করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি ও সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে যথাক্রমে মেহেদী হাসান ও মোঃ জোবায়ের আহমেদকে। ঢাকা উত্তরের সভাপতি করা হয়েছে মোঃ ইব্রাহিমকে ও সাধারন সম্পাদক করা হয়েছে সাইদুর রহমান হৃদয়কে।