পাক সেনারা বুট পালিশওয়ালা চেয়েছিল, ইমরান সেই যোগ্য পুতুল-রেহাম খান

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিস্ফোরক মন্তব্য করে আবারও সংবাদ শিরোনামে পাকিস্তানের ইমরান খানের সাবেক দ্বিতীয় স্ত্রী রেহাম খান। রেহাম বলেন, পাক সেনারা একজন বুট পালিশওয়ালা চেয়েছিল। আর ইমরান খান হলেন পাক সেনাদের সেই যোগ্য বুট পালিশওয়ালা। নির্বাচনে কারচুপি করে সেনাবাহিনীই ইমরান খানকে ভোটে জিতিয়েছে। আর ইমরান খানকে ক্ষমতায় বসানোর কাজটি পাকসেনারা শুরু করেছিলেন ৩ বছর আগে থেকে। পাক সেনারা যা বলবে ইমরান খান তা ই করবে। কারন তার নিজস্ব কোন আদর্শ নাই।

রাজনীতির জটিল রসায়ন সমন্ধে এমরান খানের তেমন ধারনা নেই। তাই সেনাবাহিনী যেভাবে বলবে ইমরান সেভাবেই রাষ্ট্র পরিচালনা করবে। ভারতের সাথে সম্পর্ক ও চীনের সাথে করিডোর নিয়ে নওয়াজ শরীফ যখন সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে সেনাবাহিনী তাকে সরিয়ে দিয়েছে বলে রেহাম জানান। নির্বাচনী প্রচারে ভারতের বিরুদ্ধে তেমন মুখ খুলেনি ইমরান। কারন সেখানে তার অনেক বন্ধু বান্ধব আছে। এর মধ্য দিয়ে তিনি ইমরানকে নারী ঘটিত বিষয় নিয়ে খোচা মেরেছেন।

 

৩৭২ আসনের পাক পার্লামেন্টের ২৭২ টি নির্বাচনী আসনের মধ্য ইমরান খানের দল তেহরিকই ইনসাফ পার্টি পেয়েছে ১১৫টি আসন। তাই স্বতন্ত্র সাংসদ ও ছোট ছোট দলের সাথে কোয়ালিশন করে তাকে সরকার গঠন করতে হবে। আগামী ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খান  শপথ নেবেন বলে তার দলের মুখপাত্র জানিয়েছেন। সূত্রঃ আজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *