জাবালে নুর পরিবহনের মালিক গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জাবালে নুর পরিবহনের মালিক শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর একটি দল। যে বাসটির চাপায় রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সেই বাসটির মালিক শাহাদৎ হোসেন। তাকে আজ রাজধানী থেকেই র্যাব গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তার বিষয়ে র্যাব পরে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে।
এদিকে এর আগে জাবালে নুরের যে দুটি গাড়ির কারনে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল সেই দুই গাড়ির চালকসহ জাবালে নুর পরিবহনের ৫ ড্রাইভারকে ইতিমধ্য গ্রেপ্তার করা হয়েছে। ঘাতক বাসটির চালক মাসুমকে বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তার রিমান্ড মঞ্জুর করে। বরগুনা থেকে গ্রেপ্তার করে ঢাকা আনতে দেরী হওয়ায় তাকে বুধবার আদালতে হাজির করা হয়।
বিআরটিএ ইতিমধ্য জাবালে নুরের ওই দুই বাসের নিবন্ধন বাতিল করেছে। চালকদ্বয়ের লাইসেন্স বাতিল করার প্রক্রিয়া চলছে বলে বিআরটিএ সূত্রে জানা গেছে। উল্লেখ্য এই হত্যাকান্ডের ঘটনায় মামলাকারী দিয়া আক্তার মিমের বাবাও একজন বাস চালক। তিনি দূর পাল্লার বাস চালান।