ভারতের বিহার রাজ্যে এক শিশু সদনে ৩৪ শিশুকে ধর্ষণসহ নির্যাতন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

দীর্ঘদিন ধরে ভারতের বিহার রাজ্যে একটি শিশু সদনে শিশুদের ওপর ভয়ংকর যৌন নির্যাতন চলছিল। এই সদন থেকে উদ্ধার করা ৩৪ শিশুকে ধর্ষনসহ নানা রকম যৌন নির্যাতন করার খবর বেড়িয়ে এসেছে। এই শিশুদের একজনের বয়স ৭ বছর। তাকেও রেপ করা হয়েছে। সেল্টার হোমে আটকে রেখে এই শিশুদের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে পাশবিক খেলায় বাধ্য করা হত। সারা ভারতে এই নিয়ে তুলপার চলছে। ধিক্কার জানাচ্ছে মানুষ এমন পৈশাষিক ঘটনার। এদেরকে জোরপূর্বক ড্রাগ সেবন করানো হত, ঘুমের ঊষধ খাওয়ানো হত, ইঞ্জেকশনের মাধ্যমেও শরীরে ড্রাক দেওয়া হত যাতে করে যৌন নির্‌যতনে বাধা দিতে না পারে।

সেল্টার হোমটির নাম সেবা সংকল্প সমিতি সেল্টার। চলার পথে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া শিশুদের এই সেল্টার হোমে নিয়ে আসা হত। রেল স্টেশনসহ অন্যান্য স্থানে হারিয়ে যাওয়া শিশুদের সংগ্রহ করে এই সেল্টার হোমে নিয়ে আসা হত। তারপর সেল্টার হোমের লোকজন দিনের পর দিন যৌন নির্যাতন চালাত এই শিশুদের ওপর। সেল্টার হোমটির প্রধান রাজেস ঠাকুরসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে এই যৌন নির্যাতনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে। রাজ্যের একটি বিশেষ আদালতে এদের বিচার চলছে। উল্লেখ্য ভারতে প্রতি ১৫ মিনিটে ১ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published.