ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানঝট
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রবিবার বাস চাপায় রমিজ উদ্দিন কলেজের ২ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ করছে ছাত্ররা। সরকারী বিজ্ঞান কলেজ ও তেজগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা সকাল দশটার পর থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তাতে ফার্মগেট-বাংলা মটর-সাহবাগ সড়কে তীব্র যানঝটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে ওই এলাকা দিয়ে চলাচলকারী নারী-পুরুষ।
ফার্মগেটে অবরোধ থাকায় পথচারীকে সাহবাগ থেকে পায়ে হেটে ফার্মগেট এলাকা পাড় হতে হচ্ছে। ঘটনাস্থলে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে ছাত্রদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাস চাপায় দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় র্যাব ওই ঘতক বাস চালক ও হেলপারসসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। ছাত্ররা ওই বাস চালক ও হেলপারের মৃত্যুদন্ড দাবি করছে। এদিকে রাজধানীর মালিবাগ মোড়েও হত্যার বিচারের দাবিতে কলেজ ছাত্রদের মিছিল দেখা গেছে।