দুপুরে লালমাটিয়া থেকে অপহৃত পারভেজকে মধ্যরাতে পূর্বাচল থেকে উদ্ধার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ফিল্মি কায়দায় আওয়ামীলীগ নেতা ও কুমিল্লা তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারকে শুক্রবার দুপুরে লালমাটিয়া থেকে অপহরন করে নিয়ে যায় একদল অপহরণকারী। পরে মধ্যরাতে পূর্বাচলের কাঞ্চন ব্রিজের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়।রাজধানীর লালমাটিয়া মসজিদে জুম্মার নামাজ আদায় করে নিকটস্থ বাসায় ফিরার পথে বাসার গেটের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন অপহরনকারী তাকে জোরপূর্বক একটি পাজেরো গাড়ীতে উঠিয়ে নিয়ে যায়। পারভেজের বাসার দারোয়ান বাসার গেট থেকে তা পত্যক্ষ করছিল। অপহরনকারীরা দস্তাদস্তি করে পারভেজকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এই সময় পারভেজ বাঁচাও বাঁচাও বলে আত্নচিৎকার করছিল। আশপাশের পথচারীরা তা প্রত্যক্ষ করছিল। নিমিষেই অপহরনকারীরা লালমাটিয়া ছেড়ে দৃশ্যের আড়ালে চলে যায়। পারভেজের বাসা ও আশেপাশের বাসার সিসি ক্যামেরার মাধ্যমে অপহরননের নাটকটি ধরা পড়ে। ঘটনার পরপরই আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেন। তৎপর হয় আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অতঃপর মধ্যরাতে পারভেজকে চোখ বেঁধে পূর্বাচলের কাঞ্চন ব্রীজের কাছে রেখে যায়। পরে স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও পরিবারের লোকেরা পারভেজকে উদ্ধার করে লালমাটিয়ার বাসায় নিয়ে আসে। পারভেজ ৮ বছর যাবৎ লালমাটিয়ার এই ভাড়া বাসায় থাকেন। তিতাসে তার রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে। তারা আগে পারভেজের প্রাননাশের চেষ্ঠাও করেছিল। এ সমস্ত কারনে তিনি তিতাসে কম যাওয়া আসা করতেন।