কাদেরর সাথে সাক্ষাৎ করেছেন কাদের
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। গতকাল বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত সচিবালয়ে ওবায়দুল কাদেরের অফিসে একান্তে কথা বলেছেন দুই নেতা। তবে তারা ঠিক কি বিষয়ে কথা বলেছেন তা জানা যায়নি।
ধারনা করা হচ্ছে দুই নেতা নির্বাচন ও নির্বাচনী জোট নিয়ে কথা বলেছেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের পরই দলের সাধারন সম্পাদক মহাজোটের বাইরে থাকা বিভিন্ন জোট ও দলের সাথে কথা বলতে শুরু করেছেন। ২/৩ দিন পূর্বে তিনি সিপিবি অফিসে যেয়ে মুজাহিদুল ইসলাম সেলিমের সাথে কথা বলেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল সচিবালয়ে দুই কাদের একান্তে কথা বলেছেন। পরে নাজমুল হুদাও ওবায়দুল কাদেরের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করে একান্তে কথা বলেন। তবে এসবই হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা।