পাকিস্তানে এক ভোট কেন্দ্রের পাশে বোমা বিস্ফোরনে কম পক্ষে ২৯ জন নিহত

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

পাকিস্তানে চলছে রক্তের হোলি খেলা। বুধবার পাকিস্তানে সাধারনের নির্বাচনের ভোট গ্রহন চলছে। আর এই ভোট অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে চলছে টান টান উত্তেজনা। আর উত্তেজনার মধ্যেই কোয়েটায় এক ভোট কেন্দ্রের নিকটস্থ স্থানে বোমা হামলায় মারা গেছে কম পক্ষে ২৯ জন। এ ছাড়া আহত হয়েছে আরো ৪০ জনের মতো।

একটি পুলিশের গাড়ীর পাশে বোমাটি বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরনস্থল থেকে একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্য পুলিশের ৩ সদস্যও রয়েছে। বিস্ফোরনের পর আহতদের উদ্ধার করে দ্রুত হসপাতালে পাঠানো হয়েছে। উক্ত হাসপাতালে জরুরী অবস্থা জারি করা হয়েছে। নির্বাচনে নওয়াজ শরীফের মুসলিম লীগ ও ইমরান খানের তেহরিকই ইনসাফ পার্টির মধ্য তীব্র প্রতিদ্বন্ধিতার আভাস পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published.