কক্সবাজারে পাহাড় ধ্বসে ৫ জন নিহত ও আহত ৩ জন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভারী বর্ষনে কক্সবাজারে পাহাড় ধ্বসে ৫ জন নিহত হয়েছে। বুধবার ভোরে এই পাহাড় ধ্বসের ঘটনাটি ঘটে। এতে ৫ জন নিহত ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতের মধ্য একই পরিবারের ৪ জন ভাই বোন রয়েছেন। অপরদিকে রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড় ধসে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাচা মিঞার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। রাতভর বৃষ্টির কারনে ভোরে এই ধ্বসে ঘুমন্ত অবস্থায় চার ভাই বোন মাটি চাপা পড়লে তাদের মা চিৎকারে পাশের লোকজন এসে শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষনা করে। নিহতরা হলেন-জামাল হোসেনের তিন মেয়ে মর্জিয়া আক্তার (১৫), কাইফা আক্তার (৯), খাইরুন্নেছা (৭) ও ছেলে আব্দুল খাইর (৬)।

এদিকে ভারী বর্ষনে আরো পাহাড় ধ্বসের সম্ভাবনা থাকায় ঝুকিপূর্ন এলাকা  থেকে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.