বড়পুকুরিয়া কয়লা খনির ৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুদক
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা গায়েবের প্রাথমিক প্রমান মিলায় সংস্থাটির সন্দেহজনক উর্ধ্বতন ৪ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুদক। এরা হলেন-কোল মাইনিং কোম্পানীর এমডি প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মদ, জিএম (মাইন অপারেশন) আবু তাহের মো. নুরুউজ্জামান চৌধুরী, কোম্পানী সচিব মো. আবুল কাশেম প্রধানীয়া ও ডিজিএম (স্টোর বিভাগ) এ কে এম খালেদুল ইসলাম।
এরই মধ্যে দুর্নীতির অভিযোগ উঠায় নুরুজ্জামান ও খাদেমুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরদিকে প্রকৌশলী হাবিব উদ্দিনকে সরিয়ে আনা হয়েছে পেট্রোবাংলার চেয়ারম্যান অফিসে। আর কাশেম প্রধানীয়াকে বদলী করা হয়েছে সিরাজগঞ্জে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এরাই পরস্পর যোগ সাজসে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তলিত ১ লক্ষ ১৬ হাজার টন কয়লা কালবাজারে বিক্রি করে দিয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এই কেলেষ্কারীর ঘটনায় দুদক ইতিমধ্য তদন্ত কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী বড়পুকুরিয়া কয়লা খনির পুকুরচুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন।