গ্রীসের রাজধানী এথেন্সের আশেপাশে তীব্র দাবানলে ৫০ জনের বেশী নিহত

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গ্রীসের রাজধানী এথেন্সে গত কয়েকদিনের তীব্র দাবানলে নিহতের সংখ্যা ইতিমধ্য ৫০ ছাড়িয়ে গেছে। এথেন্সের চারদিকে কয়েকটি বনে এই দাবনল ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারন করেছে। আর এই দুর্যোগের পরিপেক্ষিতে সেখানে জরুরী অবস্থা জারি করা হয়েছে।
হেলিকপ্টার ও অন্যান্য যানবাহন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।দাবানলে এ পর্যন্ত ১৫০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দাবানল এতই ভয়াবহ আকার ধারন করেছে যে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় নিহত ও আহতদের উদ্ধারে বেশ সমস্যা হচ্ছে।
গ্রীস সরকার এই সময়ে দাবানল নিয়ন্ত্রনের জন্য বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন করেছেন। দাবানলে আক্রান্ত হওয়া এলাকাগুলিতে বাড়িঘরসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। এথেন্স থেকে ৫৫ কিলোমিটার দুরে উপকুলীয় এলাকা কিনেটার বনে প্রথমে এই দাবানলের সুত্রপাত হয়। দাবানল ক্রমেই রাজধানীর চতুর্পাশ্বের জঙ্গলগুলিতে ছড়িয়ে পড়ে জটিল অবস্থা ধারন করেছে। এই অবস্থার পরিপেক্ষিতে গ্রীসের প্রধানমন্ত্রী তার বসনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন। সূত্রঃআল জাজিরা