রাজশাহীতে বুলবুলের পথ সভায় বোমা হামলার রহস্য উম্মোচিত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনের বিএনপির এক পথ সভায় ককটেল হামলা হয়েছিল গত ১৭ই জুলাই সকাল সাড়ে দশটায়। সাগরপাড়া মোড়ে এই পথ সভার আয়োজন করেছিল জেলা ছাত্রদল। এই সভার প্রধান অতিথি ছিলেন রুহুল কবির তালুকদার দুলু। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবও ওই সভায় উপস্থিত ছিলেন। রুহুল কবির তালুকদার দুলুর বক্তৃতার শেষ পর্যায়ে দুটি মটর সাইকেলে করে কয়েকজন যুবক পথসভার কাছে দুটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়।

এরপর এই হামলার জন্য বিএনপির পক্ষ থেকে আওয়ামীলীগকে দায়ী করা হয়। অপরদিকে আওয়ামীলীগের পক্ষ থেকে বলা হয়েছিলে- আইন শৃংঙ্খলা অবস্থা ভাল না, আওয়ামীলীগ বিএনপির সভায় হামলা করে বিএনপির প্রচার প্রচারনায় বাধা দিচ্ছে এমনসব ধারনা জনমনে সৃষ্টি করার জন্যই বিএনপি নিজেরাই ওই ককটেল বিস্ফোরন ঘটিয়েছে। তবে ওই ককটেল হামলার ঝট খুলেছে শেষমেষ। এই হামলার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল। সেই মামলায় শনিবার রাতে গ্রেপ্তার হয়েছে বিএনপির রাজশাহী জেলা সম্পাদক মতিউর রহমান মন্টু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও টেপের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। এই অডিওতে মন্টু বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে বলতে শুনা যায়, ‘ভাইয়াকে খুশি করার জন্য এই বোমা হামলার ঘটনা ঘটানো হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *