কুষ্টিয়ায় আদালত চত্বরে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কুষ্টিয়ায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিন নিয়ে কোর্ট থেকে বের হয়ে গাড়ীতে উঠার পর হামলায় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আহত হন। তার গাড়ী ভাংচুরের সময় কাঁচের টুকরা লেগে তার মুখ কেটে যায়। এসময় মুখ থেকে রক্ত ক্ষরন হলে তার জামা রক্তে ভিজে যায়।
২০১৭ সালের ১লা ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সভায় প্রধানমন্ত্রী ও তার ভাগ্নিকে কটূক্তির অভিযোগে একই বছরের ১০ই ডিসেম্বর কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে এই মানহানির মামলাটি করেন। আজ এই মামলায় জামিন নিতে তিনি কুষ্টিয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যান। এই সময় আদালতের বাহিরে একদল বিক্ষোভকারী মাহমুদুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করছিল। ১০ হাজার টাকা নগদ পরিশোধ করে তিনি জামিন পান। তারপর তিনি কোর্ট থেকে বাহির হইতে চাইলে পারেননি। চার ঘন্টা পরে তিনি পুলিশি প্রহরায় বাহির হয়ে গাড়ীতে উঠলে হামলায় তার গাড়ীর কাঁচ ভাংচুর হয়। এই সময় তার সাথে ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও ডিএফইউজের একাশের মহাসচিব এম আব্দুল্লাহ।