এ মনিহার আমায় নাহি সাজে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মহাশূন্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ, স্বল্পন্নোত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরের যোগ্যতা অর্জন, গ্লোবাল উইমেন লিডারশীপ অ্যাওয়ার্ড প্রাপ্তি ও সম্প্রতি ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় হতে ডি-লিট খেতাব প্রাপ্তিসহ অন্যান্য সফলতার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনাস্থলে আসতে থাকে। ইংরেজী ‘এল’ আকৃতির বিশাল মঞ্চের সামনে ত্রিশ হাজার চেয়ার বসানো হয়। এরই মাঝে সংবর্ধনাস্থল লোকে লোকারণ্যে হয়ে যায়। শেখ হাসিনা মঞ্চে আসেন সাড়ে ৩টায়। নিরাপত্তার কারনে শেখ হাসিনা মঞ্চে আসার সাথে সাথেই সোহরাওয়ার্দী উদ্যানের সবকটি প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়। এ সময় সোহরাওয়ার্দী উদ্যানের চতুর্দিকে মিছিল আসতে থাকে। কিন্তু সাড়ে ৩টার পর আর কেউ সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারেনি। ফলে উদ্যানের চতুর্দিকে প্রায় লক্ষাধিক মানুষ জমায়েত হয়।

সভায় কন্ঠ শিল্পী ও সংসদ সদস্য মমতাজ গান পরিবেশন করেন, শিল্পী হাসেম খানের পরিচালনায় শেখ হাসিনার ওপর চিত্র প্রদর্শনী ও নৃত্য শিল্পী মৌ এর পরিচালনায় নৃত্য নাট্য পরিবেশন করা হয়। অতঃপর শেখ হাসিনাকে মানপত্র প্রদান করেন দলীয় সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। সংবর্ধনার জবাবে শেখ হাসিনা কবি গুরু রবীন্দ্র নাথের কবিতার ছন্দে বলে উঠেন-এ মনিহার আমায় নাহি সাজে। তিনি বলেন, সবকিছু অর্জন বাংলার মানুষের ত্যাগের জন্যই সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *