নির্বাচনের পূর্ব শর্ত খালেদা জিয়ার মুক্তি-ফখরুল
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে নির্বাচন করতে দেওয়া হবে না। তিনি শুক্রবার খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এই কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য বেশ কয়েকটি শর্ত দেন তিনি। এই শর্তগুলির মধ্য রয়েছে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সরকারকে পদত্যগ করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিতে হবে, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে ও নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
বিএনপি পল্টনে দলীয় কার্যালয়ের সামনে আড়াই বছর পর এই সমাবেশ করে। গতকাল বেশ কয়েকটি কড়া শর্তে ডিএমপি থেকে বিএনপি এই সমাবেশ করার জন্য মৌখিক অনুমোদন পায়। অন্যান্যের মধ্য এই সভায় উপস্থিত ছিলেন মওদুদ আহমেদ, খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর রায়, মোয়াজ্জেম হোসেন আলাল ও অন্যান্য সিনিয়র নেতারা।