বৃহস্পতিবার ঢাকাবাসী বছরের উঞ্চতম দিনের অনুভব পেল

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বৃহস্পতিবার ঢাকাবাসী বছরের উঞ্চতম দিন অতিক্রম করছে। আজ দুপুরে ঢাকার তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আদ্রতা বেশী থাকার কারনে তাপমাত্রার থেকেও বেশী গরম অনুভূত হয়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ৩৯ ডিগ্রী সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রী সেলসিয়াস। সারা দেশে আজ মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে শ্রাবনের শুরুতে গত দুইদিন ধরে দেশে বৃষ্টিপাতও হচ্ছে না।

দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে বৃষ্টি না থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে বেশি। আবহাওয়াবিদদের মতে আরো দুই একদিন এই অবস্থা চলতে পারে। এদিকে চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় বৃহস্পতিবার ঢাকায় বেশ কয়েকবার লোড সেডিং হয়েছে। অপরদিকে তীব্র গরমের কারনে গরম জনিত রোগ ব্যাধি ব্যপক হারে বাড়ছে। হাসপাতালে ডাইরিয়া রোগীর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *