ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলে দুর্ঘটনায় আহত ২৫, মোদী হাসপাতালে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মেদিনীপুর কলেজ মাঠে আজ সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক জনসভা ছিল। উক্ত জনসভায় দুপুর একটায় মোদী উপস্থিত হন। তার আগমন বার্তা মাইকে ঘোষনার পরই তাকে দেখার জন্য হৈচৈ করে একদল লোক মঞ্চে উঠে গেলে মঞ্চটি ভেঙ্গে পড়ে। তাতে ২৫ জনের মত মঞ্চের নিচে চাপা পড়ে আহত হলে দ্রুত আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মোদীও আহতদের দেখতে হাসপাতালে যান ও আহতদের চিকিৎসার খোজ খবর নেন। আহতদের তিনি সাহায্যের আশ্বাস দেন।

মোদীর জনসভা উপলক্ষে মেদিনীপুর কলেজমাঠে ৪টি মঞ্চ তৈরী করা হয়। মাঝখানে মূলমঞ্চ ও তার দুইপাশে আরো দুটি মঞ্চ। মূল মঞ্চের সামনে সোজাসুজি আরেকটি মঞ্চ। সকাল থেকেই সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারনে মঞ্চের লোহার কাঠামো একটু একটু করে নড়েবড়ে হয়ে যাচ্ছিল। মোদী আসার পর তাকে দেখার জন্য একদল সমর্থক মঞ্চে উঠে পড়লে মঞ্চটি ভেঙ্গে গেলে এই দুর্ঘটনা ঘটে। সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published.