পাকিস্তানে থামছেনা মিত্যুর মিছিল, দায়ী উগ্র রাষ্ট্রীয় মতবাদ
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পাকিস্তানে মৃত্যুর মিছিল ক্রমে বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই সেখানে আত্নঘাতি হামলা হচ্ছে বিভিন্ন স্থানে। ধর্মীয় উগ্রবাদ সেখানে এমন পর্যায়ে চলে গেছে যে তা নিয়ন্ত্রন করার ক্ষমতা সরকারের নাই। ধর্মকে নিচক রাজনৈতিক স্বার্থে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যার ফল হিসাবে আজ পাকিস্তান মৃত্যুকুপে পরিনত হয়েছে। রাষ্ট্রীয়ভাবেই পাকিস্তান সন্ত্রাসকে মদদ দেওয়ার কারনেই সে দেশের আজ এই অবস্থা।
পাকিস্তান একটি মুসলিম দেশ। সেখানে অন্যান্য ধর্মালম্বী মানুষ শতকরা ১ জনেরও কম। সেখানে উগ্র মতবাদ চর্চা করায় আজ সারা দেশে যুদ্ধ লেগেই আছে। মুসলমান বোমা মেরে মুসলমানকেই মারছে। এ কেমন রাজনীতি? দুর্নীতি আর সন্ত্রাসে সারা দেশের স্বাভাবিক জীবন যাত্রা অচল সেখানে। পাকিস্তান আজ সারা বিশ্বে বর্বর জাতি হিসাবে পরিচিতি পেয়েছে। মসজিদ, মাদ্রাসা কিংবা অন্যান্য সরকারী স্থাপনায় নিত্য হামলা হচ্ছে সেখানে। সারাদেশ আজ ভাগ হয়ে গেছে বিভিন্ন জঙ্গি গোষ্টীতে।
৩/৪ দিন পূর্বে পাকিস্তানে নির্বাচনী এক জনসভায় হামলায় এমপি প্রার্থীসহ ১৬ জন নিহত হয়েছে। তারপর দুদিন যেতে না যেতেই বেলুচিস্তানে আরেক নির্বাচনী জনসভায় প্রার্থীসহ নিহত হয়েছে ১৫০ জনেরও বেশী। এছাড়া এ আত্নঘাতি হামলায় আহত হয়েছে কয়েকশত। এমন হামলা আর প্রানহানি আজ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে পাকিস্তানে। আফগানিস্তান আর পাকিস্তানে পাল্লা দিয়ে চলছে মৃত্যুর মিছিল। নিজেরাই নিজেদের মারছে সমানে। এ কেমন ধর্মীয় রাজনীতি। ইসলাম শান্তির ধর্ম। অশান্তির স্থান ইসলামে নাই। তাহলে কেন পাকিস্তানে শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে এ বর্বরতা চলছে? তার একমাত্র কারন ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা।
আর পাকিস্তানের এই উগ্র ধর্মীয় মতবাদ বাংলাদেশে প্রচার করার জন্য জামাতসহ কয়েকটি ইসলামী দল স্বাধীনতার আগে থেকেই কাজ করে আসছে। কিন্ত এদেশের মানুষ তাদের এই মনোভাসনা পূর্ণ হতে দেয়নি কখনো। এরা ধর্মীয় উগ্রবাদ প্রচারের মাধ্যমে এই দেশে সাম্প্রদায়িক ফ্যাসাদ তৈরী করার চেষ্টা করেছে বহুবার। কিন্তু এদেশের মানুষ ধর্ম ব্যবসায়ীদের সফল হতে দেয়নি কখনো। যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে সামনেরদিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির এক মডেল দেশে পরিনীত হয়েছে যেখানে ধর্মীয় উগ্রবাদ এদেশের শান্তিপ্রিয় মানুষ পছন্দ করে না, প্রশ্রয় দেয়না।