ইমরান খানের ৫ জন অবৈধ সন্তান আছে-দাবী সাবেক স্ত্রী রেহামের
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিশ্বকাপ জয়ী পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের ৫ জন অবৈধ সন্তান রয়েছে বলে বিস্ফোরক দাবী করেন সাবেক স্ত্রী রেহাম খান। এই সন্তানদের মধ্য বেশ কয়েক জন ভারতে আছেন। সবচেয়ে বড় জনের বয়স ৩৪ বলে ইমরান রেহামকে জানিয়েছেন। মাস খানেক আগে ইমরানের যৌন জীবনের চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করে সংবাদ শিরোনামে আসেন রেহাম। আবার শিরোনামে আসেন নিজের আত্নজীবনীতে সাবেক স্বামীকে নিয়ে এমন লেখা নিয়ে।
এর আগে বইটির ফাস হওয়া অংশে ইমরানকে সমকামী বলে দাবী করেছিলেন রেহাম। এমন কি এমরান তার রাজনৈতিক দলের সদস্যদের বিভিন্ন পদ পদবী পাইয়ে দিতে যৌন সুবিদা নিতেন বলেও দাবী করেছেন রেহাম। আর এই আত্নজীবনীমূলক বইটির নাম ‘রেহাম খান’। এই বইটি শুক্রবার অ্যামাজন ও পেপারব্যাকে প্রকাশিত হয়েছে। আত্নজীবনীতে রেহাম লিখেছেন, ইমরান তাকে জানিয়েছেন তার অবৈধ ৫ সন্তানের মা ই বিবাহিত। তারা ইমরানের সন্তান ধারন করে গর্বিত মনে করেন। আত্নজীবনীতে রেহাম ইমরানের জীবনের বিভিন্ন অন্ধকার দিকগুলো তুলে ধরেন।