বেগম জিয়ার ইহুদী আইনজীবী কার্লাইলকে দিল্লী বিমান বন্দর থেকে লন্ডনে ফেরত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় খালেদা জিয়ার নিযুক্ত ব্রিটিশ ইহুদী আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইলকে দিল্লী বিমান বন্দর থেকেই ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। কারলাইল দিল্লী বিমান বন্দরে এসে পৌছলে তাকে আবার লন্ডনে পুশবেক করা হয়। উপযুক্ত ভিসা নিয়ে না আসার কারনে তাকে আবার ফেরত পাঠানো হয়। শুক্রবার নয়া দিল্লিতে ‘ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে’ খালেদার দণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে আসার কথা ছিল কার্লাইলের।
লর্ড কার্লাইল ভিসার আবেদনে সফরের যে কারন লিখেছিলেন, তার কর্মকাণ্ড তার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে তাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়। এদিকে মে মাসে খালেদা জিয়ার মামলার শুনানিতে অংশ গ্রহন করার জন্য কার্লাইল আবেদন করেছিলেন লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে। কিন্তু তাকে ভিসা না দেওয়ায় তিনি বাংলাদেশে আসতে পারেননি। পরে তিনি ভারতে এসে খালেদা জিয়ার মামলা বিষয়ে বৈদেশিক সাংবাদিকদের কাছে ব্রিফিং করার জন্য শুক্রবার দিন ঠিক করেছিলেন। কিন্তু দিল্লী বিমান বন্দর থেকে তাকে লন্ডনে ফেরত দেওয়ায় তার সে প্রচেষ্টা ভেস্তে গেছে।
গত মার্চ মাসে ব্রিটিশ আইনজীবী ও হাউজ অফ লর্ডসের প্রভাবশালী সদস্য লর্ড আলেকজান্ডার কার্নাইলকে কারাবন্দী খালেদা জিয়ার আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কার্নাইল প্রথমে আলোচনায় আসেন ২০১৬ সালে জামাত নেতা মীর কাসেম আলীর ফাসির রায়ের বিরুদ্ধে সমালোচনা করে। কার্নাইল জামাতের লবিস্ট হিসাবে কাজ করেন। কথিত আছে এই লর্ড কার্নাইলের মাধ্যমেই বিএনপি ইসরাইলের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে।