ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার মামলায় খালেদা জিয়ার জামিনের শুনানী ৩১শে জুলাই

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বঙ্গবন্ধুর মৃত্যু দিবস ১৫ই আগস্টে ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানী আগামী ৩১শে জুলাই অনুষ্ঠিত হবে। আজ সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েসের আদালতে এই জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, আগামী ৩১শে জুলাই জামিন আবেদনের ওপর শুনানী হবে। এর আগে ৫ই জুলাই এই দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন বকসি বাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক আহসান হাবিব। উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বেগম খালেদা জিয়া এখন নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে সাজা ভোগ করছেন।