প্রবল বর্ষণ ও বন্যায় মুম্বাইসহ ভারতের বিভিন্ন রাজ্যে জনজীবন বিপর্যস্ত

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভারী বর্ষণে ভারতের বিভিন্ন স্থানে ব্যপক বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে বন্যায় মুম্বাইয়ে সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হচ্চে। এই বানিজ্যিক শহরের জীবন যাত্রা অচল হয়ে পড়েছে। সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

মুম্বাইয়ের সড়ক পথগুলি পানিতে ডুবে গেছে। ফলে অনেক স্থানে সড়ক পথে যান চলাচল বন্ধ রয়েছে। রেললাইনগুলি পানিতে তলিয়ে গেছে। রেল যোগাযোগও বন্ধ হয়ে গেছে সেখানে। স্কুল কলেজসহ অন্যান্য প্রতিষ্টানও বন্ধ আছে।

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার পানির তোড়ে বাস কারসহ অন্যান্য যানবাহন ভেসে যেতে দেখা গেছে সেখানে। ২৪ ঘন্টায় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মুম্বাইয়ে ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বর্ষণ আরো ৫/৬ দিন চলবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *