জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় ১৭ই জুলাই পর্যন্ত খালেদা জিয়ার জামিন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় আদালত ১৭ই জুলাই পর্যন্ত বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছে। একই সাথে আদালত ওই দিন যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেছে। আজ বকসি বাজারে স্থাপিত ৫ নং বিশেষ জজ আদলতের বিচারক ড. আক্তারুজ্জামান এই আদেশ দিয়েছেন।
আজকে মামলাটির যুক্তিতর্কের দিন ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয় খালেদা জিয়া আজ অসুস্থ্য। তাই তাকে আদালতে হাজির করা হয়নি। অপরদিকে খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন। উল্লেখ্য ২০১০ সালের ৮ই আগস্ট তেজগাঁও থানায় মামলা করে বেগম খালেদা জিয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে ট্রাষ্টের ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা পরস্পর যোগসাজশে আত্নসাতের অভিযোগ আনা হয়। এই মামলাটি এখন যুক্তি তর্কের পর্যায়ে রয়েছে।