জরায়ুতে করে মাদক পাচারের চেষ্টায় কলিকাতায় নাইজেরিয়ান যুবতী আটক
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জরায়ুতে করে মাদক পাচারের সময় কলিকাতায় নাইজেরিয়ান এক যুবতী (৩০) আটক। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নারকোটিকস কন্ট্রোল বিভাগের কর্মকর্তারা তাকে আটক করে। প্রথমে তাকে তল্লাশী করে তার গোপনাঙ্গ থেকে ১২ গ্রাম কোকেন পাওয়া যায়। পরে সে জিজ্ঞাসাবাদে জানায় তার দেহে আরো মদক আছে।
পরে হাসপাতালে নিয়ে আল্টাসনোগ্রাম করে তার জরায়ুতে মাদকের অস্থিত্ব পাওয়া যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, অপারেশন করে তার জরায়ু থেকে মাদক বের করতে হবে। সে শরীরে মাদক বহন করে জেট এয়ারওয়েজের একটি বিমানে মুম্বাই থেকে কলকাতা আসে।