জাপানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রবল বর্ষণ ও বন্যায় জাপানে শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া এখনো শত শত মানুষ নিখোঁজ আছে। পানির তোড়ে ভেসে গেছে মানুষ ও ঘরবাড়ি। অতি বর্ষণে সৃষ্টি হয়েছে ভুমি ধ্বস। শুধু মাত্র বৃহস্পতি ও শুক্রবারেই ৫৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে জাপানের পশ্চিম ও দক্ষিনাঞ্চলে।
সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে হিরোশিমা। এখানে ঘরবাড়ি ভেসে গেছে ভয়াবহ বন্যায়। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, জরুরী অবস্থার মত অবস্থায় উদ্ধার তৎপরতা চলছে সেখানে। উদ্ধার কাজে সেনাবাহিনী নামানো হয়েছে। সেই সাথে অন্যান্য বাহিনীও উদ্ধার কাজে সহযোগিতা করে যাচ্ছে। আজও সেখানে ব্যপক বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। প্রবল বর্ষনে সৃষ্ট বন্যার ফলে ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। আরো ২০ লাখ মানুষ পানিবন্ধী হয়ে আছে। জুলাই মাসে জাপানে এমন বৃষ্টি আগে কখনো দেখা যায়নি।