চলতি মাসের ২৭ তারিখে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্র গ্রহন হবে

এই মাসেই আরেকটি পূর্ণগ্রাস চন্দ্র গ্রহন আসছে। এটিই হবে এই শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্র গ্রহন। এদিন চাদের রং থাকবে লালচে, যাকে ব্লাড মুন বলা হয়। এদিন এই বিরল দৃশ্য দেখা যাবে বাংলাদেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। ২৭শে জুলাই রাত ১২টা ২৪ মিনিটে আংশিক চন্দ্রগ্রহন শুরু হবে। ক্রমশঃ এটি পূর্ণগ্রাসে পরিনীত হবে রাত ১টা ৩০ মিনিটে। তারপর ১ ঘন্টা ৪৩ মিনিট স্থায়ী হবে এই পূর্ণগ্রহন। এর পরে আরো ১ ঘন্টা স্থায়ী হবে আংশিক চন্দ্রগ্রহন। অর্থাৎ এই চন্দ্রগ্রহন শেষ হবে ভোর ৪টা ১৯ মিনিট পর্যন্ত।

এইদিনে পৃথিবী থেকে চাদের দুরত্ব হবে সর্বাধিক। ফলে চাঁদকে পৃথিবী থেকে খুবই ছোট দেখাবে ও পৃথিবীর ছায়া চাঁদের ওপর দীর্ঘ সময় থাকবে। আর এর ফলেই এই চন্দ্রগ্রহন দীর্ঘ সময় ধরে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *