থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোরদের মধ্য হতে অন্তত ৩ জনকে জীবিত উদ্ধার
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
থাইল্যান্ডের গুহায় আটকে পড়াদের মধ্য থেকে অন্তত ৩ জনকে উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা। থাই টিভি চ্যানেল স্প্রিং নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টা ৩৭ মিনিটে ১ম কিশোর ও ৫টা ৫০ মিনিটে দ্বিতীয় কিশোরকে জীবিত অবস্থায় বের করে আনে ডুবুরীরা। আর বিকাল ৬টা ৬ মিনিটে ৩য় কিশোরকে বের করে নিয়ে আসে উদ্ধারকারী ডুবুরীরা। এদের উদ্ধার করে পাশেই অস্থায়ীভাবে স্থাপন করা হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারী বর্ষণের আসংস্কা, গুহায় অক্সিজেন স্বল্পতাসহ নানাবিধ কারনে জরুরী বিত্তিতে আজ স্থানীয় সময় সকাল ১০টায় এই উদ্ধার অভিযান শুরু হয়। ১২ জন কিশোর ও তাদের কোচকে উদ্ধারে ১৩ সদস্যের একটি আন্তর্জাতিক উদ্ধারকারী দল উদ্ধারকাজে অংশ নেয়। উদ্ধারকারী ১৩ জনের মধ্য ১০ জন গুহায় আটকে পড়া কিশোরদের কাছে যাবার কথা রয়েছে। বাকী ৩ জন ১০ জনকে সহায়তার জন্য রাখা হয়েছে।
গুহার প্রবেশমুখে পর্যাপ্ত পরিমান ডাক্তার, অ্যাম্বোলেন্স ও হেলিকপ্টার রাখা হয়েছে। গুহা থেকে ৬০ মাইল দুরে একটি হাসপাতাল তাদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকাজে সফলতা কামনা করে দেশজুড়ে আজ প্রার্থনা করা হয়েছে। উল্লেখ্য গত ২৩শে জুন থাইল্যান্ডের ওই গুহায় বেড়াতে যেয়ে প্রবল বৈরী আবহাওয়ার কারনে থাই কিশোর ফুটবল দলের ১২ জন ও তাদের কোচ গুহার মুখ থেকে ৪ কিলোমিটার ভিতরে আটকা পড়ে। প্রবল বৃষ্টিতে গুহা পানিতে ভরে যায়। গুহার মুখটিও প্রবেশ ও বাহির হবার জন্য বেশ জটিল আকার ধারন করে। এই কিশোরদের বয়স ১১ থেকে ১৬ এর মধ্য। আটকে পড়ার ৭ দিন পর গুহায় তাদের অবস্থান নির্ণয় করা হয়। পরে সেখানে ডুবুরী পাঠিয়ে প্রয়োজনীয় খাবার ও বেচে থাকার অন্যান্য সামগ্রী পাঠানো হয়। এরই মাঝে গুহায় আটকে পড়াদের মাঝে রসদ সরবরাহ করে ফিরার পথে এক ডুবুরীর মৃত্যু হয়েছে। সারাবিশ্ব গুহায় আটকে পড়াদের জন্য উৎকণ্ঠা প্রকাশ করছে।