কোটা আন্দোলনের নেতা রাশেদকে আবার ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কোটা আন্দোলনের যুগ্ন আহবায়ক রাশেদ খানকে দুই মামলায় ৫ দিন করে মোট ১০দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাশেদকে আজ আদালতে হাজির করে উভয় মামলায় ৫ দিন করে রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করে। এর আগে তথ্যপ্রযুক্তি আইনে রাশেদকে ৫ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। আজ মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই রিমান্ড আদেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, রাশেদের ফেসবুক, ইমো, হুয়াটসএপ ও অন্যান্য মিডিয়া বিশ্লেষন করে দেখা যায়, বিকাশ ও রকেটের মাধ্যমে রাশেদের কাছে বিপুল অংকের টাকা এসেছে।