ফিফা সভাপতি থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোরদের বিশ্বকাপ দেখার আমন্ত্রন জানিয়েছেন
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে যদি সময়মত উদ্ধার করা যায় ও শারীরিকভাবে সুস্থ্য থাকে তাহলে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উল্লেখ্য আগামী ১৫ই জুলাই বিশ্বকাপের ফাইনাল খেলাটি হবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।
ফিফা সভাপতি থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারের সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। মস্কো থেকে এক বিবৃতিতে তিনি থাই কিশোর ফুটবলার ও তাদের কোচ গুহায় আটকে পড়ার ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।