জাকির নায়েককে ভারতের কাছে ফেরত দিবে না মালয়েশিয়া-মাহাথির
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের বিতর্কিত ইসলামী চিন্তাবিদ জাকির নায়েককে ভারতের কাছে ফেরত দিবে না বলে জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়া সফরের পর থেকে গুঞ্জন ছিল মালয়েশিয়া সরকার জাকির নায়েককে ভারতের কাছে ফেরত দিবে। আর মোদীও জাকির নায়েককে ফেরত পেতে মালয়েশিয়াকে অনুরোধ করেছিল। অবশেষে মাহাথির নিজেই জাকির নায়েককে ফেরত না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। মাহাথির বলেন, জাকির নায়েক যেহেতু স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন ও তিনি মালয়েশিয়ায় কোন সমস্যা করছেন না সেহেতু আমরা তাকে ভারতের কাছে ফেরত দিব না।
গত কয়েকদিন যাবৎ জাকির নায়েককে ভারত ফেরত পাবে বলে ভারতে গুঞ্জন ছিল। দিল্লীর পক্ষ থেকে মালয়েশিয়াকে জাকির নায়েককে ফেরত দিতে অনুরোধ জানানো হয়েছিল। জাকির নায়েকের বিরুদ্ধে মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে ভারতে। মামলা হওয়ার পর থেকেই জাকির নায়েক আত্নগোপনে চলে যান।