১৯শে জুলাই এইচএসসির ফল প্রকাশ করা হবে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আগামী ১৯শে জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা অফরাজুর রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় ১৯শে জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য সময় দিয়ে শিক্ষা মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছে।

ফলাফল প্রকাশের রেওয়াজ অনুযায়ী শিক্ষামন্ত্রী ও শিক্ষাবোর্ড চেয়ারম্যান সকালে প্রধানমন্ত্রীর নিকট ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরবেন। তারপর শিক্ষা মন্ত্রনালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষনা করবেন। এর পর শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে সরাসরি ফলাফল জানতে পারবেন। উল্লেখ্য এবার সারাদেশে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published.