সাকিবের শুভসূচনা, এই প্রথম টেস্টে ১ম ইনিংসেই সর্বনিন্ম ৪৩ রানে অল আউট
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ওয়েস্ট ইন্ডিস সফরে প্রথম টেস্টেই ওয়েস্ট ইন্ডিসের কাছে ১ম ইনিংসে বাংলাদেশ (টাইগাররা) কপোকাত হয়েছে মাত্র ৪৩ রানে। একে একে উইকেট বিসর্জন দিয়ে মাত্র ৪৩ রানে অল আউট হয়ে গেল টাইগাররা। একমাত্র লিটন দাসই কিছুটা ফাইট করেছে। ৫ দিনের খেলার প্রথম দিনের প্রথম সেশনেই টাইগাররা অল আউট হয়ে গেল। খেলা দেখে মনে হয়েছে যত তারাতারি ও কম রানে বাংলাদেশ আউট হয়ে যাবে ততই বাংলাদেশের পরাজয়ের সম্ভাবনা বেড়ে যাবে। আর এই পরাজয়ের জন্যই যেন বাংলাদেশ খেলেছে। অপরদিকে একই মাঠে ওয়েস্ট ইন্ডিস ২ উইকেট হারিয়ে ১ম ইনিংসে দিন শেষে ২০১ রান করেছে।
আগেই আঁচ করা গিয়েছিল এই সফরে টেস্ট ও টি-২০ ফলাফল ভাল আসবে না। কারন এই উভয় ফরমেটের ক্যাপ্টেন আমাদের সোনার ছেলে সাকিব আল হাসান। উনি শুধু নিজের জন্য খেলেন। দেশ কিংবা দলের জন্য খেলেন না। উনি শুধু চান একাই সাফল্যের শিখরে উঠবেন। তিনি দেশ কিংবা দল নিয়ে কখনোই ভাবেন না। দল নিয়ে তিনি টিম ওয়ার্ক করেন না। দলকে নিয়ে তিনি পরিকল্পনা সাজাননা। এই সময় তার নেই। এড করতে হবে, প্রচুর এড করতে হবে। প্রচুর টাকা কামাতে হবে, ব্যবসার পরিধি আরো বাড়াতে হবে- এই সব নিয়েই তিনি ব্যস্ত থাকেন। ফলে ক্যাপ্টেন হিসাবে দলকে সময় না দিয়ে শুধু এড বানানো ও টাকা কামানোই তার এক মাত্র নেশা। যার ফলশ্রুতিতে বাংলাদেশ প্রথম কোন টেস্টে ১ম ইনিংসে সর্বনিন্ম রান ৪৩ করে অল আউট হয়েছে।
এখনই যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয় অচিরেই বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের ধারপ্রান্তে চলে যাবে। ক্যাপ্টেন হিসাবে সাকিব আল হাসান মোটেও যোগ্য নয়। এই সফরের শুরুতেই তা প্রমান হয়ে গেছে। তাই বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাতে হলে আবারো মুসফিকুর রহিমকে টেস্ট দলনেতা বানাতে হবে। অপরদিকে মাশরাফিকে টি-২০ অধিনায়ক হিসাবে ফিরিয়ে আনতে হবে। তবেই বাংলাদেশের ক্রিকেট আগের মত স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে।