ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মানহানির দুই মামলায় বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছে আদালত। গত ১৪ই জুন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সংশ্লিষ্ট আদালতে জামিনের আবেদন করেন। ২১শে জুন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে ভুয়া জন্মদিন পালন মানহানির মামলায় জামিন আবেদনের ওপর শুনানী অনুষ্ঠিত হয়। অপরদিকে একইদিনে ঢাকা মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মানহানির মামলায় জামিন আবেদনের ওপর শুনানী অনুষ্টিত হয়। উভয় মামলায়ই শুনানী শেষে ৫ই জুলাই আদেশের জন্য রাখা হয়।
আজ সকালে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালত ভুয়া জন্মদিন পালন মানহানির মামলায় ও ঢাকা মহানগর হাকিম আহসান হাবিবের আদালত যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেয়। মামলা দুটিতে সরকারের পক্ষে মামলার শুনানী করেন ঢাকা মহানগর পিপি আব্দুলাহ আবু ও খালেদা জিয়ার পক্ষে শুনানী করেন আব্দুর রেজ্জাক খান।