৯২ বছরের বৃদ্ধা গুলি করে হত্যা করেছেন তার ৭২ বছরের ছেলেকে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আমেরিকাতে ৯২ বছরের এক বৃদ্ধা তার ৭২ বছরের ছেলেকে গুলি করে হত্যা করেছে। নিহত ছেলে ওই বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়েছিল বলে বৃদ্ধা ছেলেকে গুলি করে হত্যা করার কথা পুলিশকে জানায়। বৃদ্ধা আদালতে বলেন তার ছেলে তার সব কিছু শেষ করে দিয়েছে। তাই তিনি তাকে গুলি করে মেরেছেন।
এদিকে নিহতের বান্ধবী জানিয়েছেন, বৃদ্ধাশ্রমে বৃদ্ধার জীবন ধারনের সব রকমের উপকরন থাকায় ছেলে তার মায়ের বসবাসের জন্য বৃদ্ধাশ্রমকেই শ্রেয় মনে করেছিল। আন্না ব্লেসিং নামের এই বৃদ্ধা নিজের লাইসেন্স করা দুটি পিস্টল নিয়ে ছেলের রুমে ঢুকে গুলি করে ছেলেকে হত্যা করেন। ছেলের বান্ধবী ভাগ্যক্রমে বেচে যায়। পরে ছেলের বান্ধবী কল করে পুলিশ আনেন। বর্তমানে বৃদ্ধা জেল হাজতে রয়েছেন। গত সোমবার ঘটনাটি ঘটেছে।