আইএসের শীর্ষ নেতা বাগদাদির ছেলের মৃত্যু
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির ছেলে হুদায়ফা আল বদরির মৃত্যুর খবর জানিয়েছে সিরিয়ার স্থানীয় একটি সংবাদ মাধ্যম। মঙ্গলবার সিরিয়ার হোমস শহরে বাগদাদির ছেলের মৃত্যু হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সিরিয়ার হোমসে একটি তাপ বিদ্যৎ কেন্দ্রে হামলা চালানোর সময় রাশিয়ান সৈন্যদের পাল্টা আক্রমনে তার মৃত্যু হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলি হুদায়ফার মৃত্যু নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে। মার্কিন তালিকায় হুদায়ফা একজন আন্তর্জাতিক শীর্ষ সন্ত্রাসী। সে বাগদাদির ৫ ছেলের একজন। অপরদিকে আগে বেশ কয়েকবার বাগদাদির মৃত্যুর সংবাদ শুনা গেছে। কিন্তু মার্কিন সূত্র থেকে জানা যায় বাগদাদি এখনো জীবিত আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাগদাদির মাথার দাম ঘোষনা করেছে আড়াই কোটি ডলার।