কোটা সংস্কারের জন্য মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি গঠন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কোটা সংস্কার কিংবা বাতিলের জন্য মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি কোটা সংস্কার/বাতিল বিষয়ে তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্য রিপোর্ট প্রদান করবে। গতকাল মন্ত্রীপরিষদ বিভাগে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব, অর্থ সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক সচিব, জনপ্রশাসন সচিব, পিএসসির সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব। মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম বলেন, যত দ্রুত সম্ভব কোটা সংস্কার বা বাতিল বিষয়ে তদন্ত সম্পূর্ণ করা হবে। উল্লেখ্য কোটা সংস্কারের দাবিতে সারাদেশব্যপী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হলে এক পর্যায়ে গত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিলের ঘোষনা দিয়েছিলেন।