আবারো যান্ত্রিক গোলযোগে ইউএস বাংলার ফ্লাইট
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আবারো যান্ত্রিক ত্রুটির কারনে চট্রগ্রাম থেকে ঢাকার উদেশ্য ছেড়ে আসতে পারেনি ইউএস বাংলার একটি ফ্লাইট। চট্রগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে ৯ঃ২০ মিনিটে ফ্লাইটি ছেড়ে আসার কথা ছিল। ফ্লাইটটি রানওয়েতে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে পাইলট বিমানটিকে ফ্লাই করাননি। ফ্লাইটটির ত্রুটি সারাতে ঢাকা থেকে সংস্থাটির ইঞ্জিনিয়াররা চট্রগ্রাম পৌছেছেন।
এর আগে বিমানটি দোহা থেকে রওনা হয়ে সকাল ৮টায় চট্রগ্রাম বিমান বন্দরে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটি দুপুর ১টা পর্যন্ত ঢাকার উদেশ্য যাত্রা করেনি।