কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান ৫ দিনের রিমান্ডে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে গড়ে উঠা আন্দোলনের সংগঠন ‘সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের’ যুগ্ন আহবায়ক মোঃ রাশেদ খানকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাশেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্দ মঞ্জুর করে। এর আগে গতকাল রবিবার রাজধানীর ভাষানটেক থেকে রাশেদকে আটক করে পুলিশ।
রাশেদের বিরুদ্ধে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে সরকার পতনের অভিযোগ আনা হয়। রাশেদের বিরুদ্ধে শনিবার ছাত্রলীগের এক সাবেক নেতা তথ্যপ্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলা দায়ের করে। মামলায় রাশেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হুমকি ও নানা রকম গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়। আদালতে রিমান্ডের শুনানীকালে রাশেদের মা, বাপ, ও দুই বোন উপস্থিত ছিলেন।